Monday , July 13 2020
ব্রেকিং নিউজ :

Home / সারাদেশ / নরসিংদীর মাধবদীতে আলী স্পিনিং মিলে আগুন!

নরসিংদীর মাধবদীতে আলী স্পিনিং মিলে আগুন!

খােলাবাজার২৪, সোমবার, ২৩মার্চ, ২০২০ঃ মোঃরাসেল মিয়াঃ নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদীর মাধবদীতে একটি স্পিনিং মিলের গোডাউনে আগুন লেগে ক্ষয়ক্ষতি হয়েছে।আজ সোমবার দুপুরে মাধবদী পৌরসভার শীতলাবাড়ি এলাকায় মোবারক আলী স্পিনিং মিলের গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে দমকল বাহিনীর ৫টি ইউনিট প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
দমকল বাহিনী ও স্থানীয়রা জানান, দুপুর ১২টার দিকে হঠাৎ মোবারক স্পিনিং মিলের গোডাউনে আগুনের ধোয়া দেখতে পায় মিল কর্তৃপক্ষ ও স্থানীয়রা। আগুনের সূত্রপাত টের পেয়ে খবর দেয়া হয় মাধবদী দমকল বাহিনীকে। প্রথমে মাধবদী দমকল বাহিনীর দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে নরসিংদী দমকল বাহিনীর আরও ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী। আগুনে মিলটির গোডাউনে থাকা তুলা পুড়ে ছাই হওয়ায় আড়াই কোটি টাকার ক্ষয়ক্ষতি হলে গেছে বলে জানিয়েছে মিলটির মালিক মো: ইলিয়াছ। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেনি দমকল বাহিনী।
নরসিংদী দমকল বাহিনীর উপ-সহকারী পরিচালক মো: নুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন,প্রথমে মাধবদীর দুইটি ইউনিট পরে নরসিংদী থেকে আরো তিনটি ইউনিট এসে দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেনি দমকল বাহিনী।

Print Friendly, PDF & Email

About kholabazar 7x24