Monday , July 13 2020
ব্রেকিং নিউজ :

Home / অর্থনীতি / এসআইবিএল ও আলপেন ক্যাপিটাল এর মধ্যে চুক্তি

এসআইবিএল ও আলপেন ক্যাপিটাল এর মধ্যে চুক্তি


খােলাবাজার২৪, মঙ্গলবার, ২৪মার্চ, ২০২০ঃ সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড- এর অফশোর ব্যাংকিং ইউনিটের জন্য তহবিল সংগ্রহে এসআইবিএল ও দুবাই ভিত্তিক আলপেন ক্যাপিটাল এর মধ্যে সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে একটি চুক্তি সম্পাদিত হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নিবার্হী কাজী ওসমান আলী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী তউহীদ উল-আলম, উপ ব্যবস্থাপনা পরিচালক মোঃ সিরাজুল হক, কোম্পানি সেক্রেটারি আবদুল হান্নান খান ও প্রধান কার্যালয়ের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আকমল হোসেন ও আলপেন ক্যাপিটালের এক্সিকিউটিভ ডিরেক্টর হামিদ নুর মোহামেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর ও চুক্তিপত্র বিনিময় করেন। এ চুক্তির ফলে আলপেন ক্যাপিটাল এসআইবিএল, ওবিইউ এর জন্য ১০০ মিলিয়ন মার্কিন ডলার ফান্ড সংগ্রহে আর্থিক উপদেষ্টা প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে।

Print Friendly, PDF & Email

About kholabazar 7x24