Wednesday , January 20 2021
ব্রেকিং নিউজ :

Home / সারাদেশ / গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২৪ জনের ১৩ জনই ঢাকার

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২৪ জনের ১৩ জনই ঢাকার

করোনা ভাইরাস

খােলাবাজার২৪,শুক্রবার ২২ মে, ২০২০: গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ২৪ জনের মৃত্যু হয়েছে, যাদের ১৩ জনই ঢাকা বিভাগের। এ নিয়ে ভাইরাসটিতে এখন পর্যন্ত মোট ৪৩২ জন মারা গেলেন।

শুক্রবার (২২ মে) দুপুরে স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ১,৬৯৪ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৩০ হাজার ২০৫ জন।

এলাকাভিত্তিক বিশ্লেষণে ডা. নাসিমা বলেন, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ১৩ জন, চট্টগ্রাম বিভাগের নয় জন, বরিশাল বিভাগে একজন ও ময়মনসিংহ বিভাগের একজন রয়েছেন।

তিনি বলেন, মৃতদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ১৫ জন, বাড়িতে আটজন এবং মৃত অবস্থায় হাসপাতালে এসেছেন একজন।

Print Friendly, PDF & Email

About kholabazar 7x24