Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার২৪,রবিবার ১৪ জুন, ২০২০: রাজবাড়ী সদর উপজেলায় ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচজন।

রবিবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের খানখানাপুর ছোট ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শোভ্রতা মন্ডল (৩৩), লিজান বিশ্বাস (৬), শ্যামল মন্ডল (৩৫)। তারা সকলেই মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার বল্লভপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, একই পরিবারের ছয়জন প্রাইভেটকারে করে মুজিবনগর থেকে ঢাকার দিকে যাচ্ছিলো। খানখানাপুর ছোট ব্রিজ এলাকায় আসার পর বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। আহত হয় একই পরিবারের তিনজনসহ পাঁচজন। আহত একই পরিবারের তিনজনকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

পরে ট্রাকের ভেতরে আটকে থাকা ট্রাকচালক ও আহত সহকারীকে উদ্ধারে গেছে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।