
খােলাবাজার২৪,রবিবার ১৪ জুন, ২০২০:যুক্তরাষ্ট্র থেকে ছড়িয়ে পড়া বর্ণবাদ বিরোধী আন্দোলনে শামিল হলেন বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র ক্রিকেটার, উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিমও। সামাজিক যোগাযোগমাধ্যমের দেওয়া বার্তায় বর্ণবাদের বিরুদ্ধে ঘৃণা প্রকাশ করেছেন তিনি।
গতমাসে যুক্তরাষ্ট্রে পুলিশি কর্মকাণ্ডে মারা যান কৃষ্ণাঙ্গ ব্যক্তি জর্জ ফ্লয়েড। এরপরই বর্ণবাদের বিষয়টি ফের মাথাচাড়া দিয়ে উঠে। প্রশ্ন ওঠে- এই যুগে এসেও গায়ের রঙের কারণে মানুষ বৈষম্যের শিকার হচ্ছে কেনো!
বর্ণবাদ বিরোধী আন্দোলন ক্রমেই ছড়িয়ে পড়ে দেশ থেকে দেশে। এবার এতে যোগ দিলেন মুশফিকও। ফেসবুক, টুইটার, ইন্সটাগ্রামের মত জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় মুশফিক প্ল্যাকার্ড হাতে বর্ণবাদের বিরুদ্ধে অবস্থান পরিস্কার করেছেন।
‘আমি বর্ণবাদকে ঘৃণা করি, বর্ণবাদকে না বলুন,’- লেখা প্ল্যাকার্ডে মুশফিকের এই প্রতিবাদ সামাজিক মাধ্যমে বিশেষ দৃষ্টি কেড়েছে, কুড়িয়েছে বেশ প্রশংসাও।
অবশ্য বর্ণবাদ ক্রিকেটেও নতুন কিছু নয়। ক’দিন আগেই ওয়েস্ট ইন্ডিজের কারকা ক্রিকেটার ড্যারেন স্যামি অভিযোগ করেছেন, আইপিএলে তাকে বর্ণবাদী আচরণের শিকার হতে হয়েছিল। পৃথিবীব্যাপি চলে আসা এই বৈষম্যের বিরুদ্ধে অন্যান্য দেশের ক্রিকেটারদের মত সোচ্চার মুশফিকও।