Wed. Oct 22nd, 2025
Advertisements

 

abdus salam

খােলাবাজার২৪,বুধবার ১৭ জুন, ২০২০: জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ, মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসন থেকে ছয়বারের নির্বাচিত আওয়ামী লীগ দলীয় সাংসদ সদস্য ও অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ করোনায় আক্রান্ত হয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যায় তার নমুমা পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসে বলে জানান, এমপির ব্যক্তিগত সহকারী আহাদ মো. সাঈদ।

সাঈদ বলেন, স্যারের শরীরে জ্বর, সর্দি থাকায় গত সোমবার দুপুরে পরীক্ষার জন্য তার নমুনা দেয়া হয়েছিল। সোমবার রাতেই তাকে শেখ রাসেল জাতীয় গেস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানে চিকিৎসাধীন আছেন। তবে চিকিৎসদের পরামর্শ পেলে তাকে সিএমএইচে স্থানান্তরিত করা হবে। তিনি বাজেট অধিবেশন শুরুর দিন ১০ জুলাই সংসদ অধিবেশনে যোগ দিয়েছিলেন। তিনি তার নির্বাচনী এলাকাসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।