Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার২৪, শুক্রবার ১৪ আগস্ট, ২০২০ঃ যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশের আপত্তির কারণে জটিলতার মুখে পড়েছে টিকটকের ভাগ্য। এরই মধ্যে বিশ্বজুড়ে সাড়া ফেলে দিয়ে ধীরে ধীরে টিকটকের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে লাইকি।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেক ক্রাঞ্চ বলছে, জুনে লাইকির সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা পৌঁছেছে ১৫০ মিলিয়নে। যদিও এ বছরের শুরুতে টিকটকের দৈনিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ছিল ২০০ মিলিয়ন।

বিশ্লেষকরা বলছেন, মহামারি করোনাভাইরাস শুরু হওয়ার পর থেকে টিকটকের সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা অনেক বেড়েছে। একইভাবে বেড়েছে লাইকির ব্যবহারকারীর সংখ্যাও।

টিকটকের তুলনায় লাইকির ব্যতিক্রমী একটি সুবিধা রয়েছে। সমাজে প্রভাব বিস্তারকারী লাইকি ব্যবহারকারীদের উপহার হিসেবে অর্থ দিতে পারে অন্য ব্যবহারকারীরা। টিকটকের মতো লাইকির মালিকও চীনা একটি প্রতিষ্ঠান।