Sun. Apr 20th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার২৪, মঙ্গলবার ১৮ আগস্ট, ২০২০: আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোটারদের ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী জো বাইডেনের পক্ষে রায় দেওয়ার আহ্বান জানিয়ে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা।

মিশেল ওবামা সোমবার ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে গত চার বছর ক্ষমতার মেয়াদে ট্রাম্প যে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন তার ইতি ঘটাতে বাইডেনকে ভোট দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশনের প্রথম রাতে আবেগঘন বক্তব্যে মিশেল ওবামা বলেন, ‘ট্রাম্পের হাতে প্রচুর সময় ছিল। এ সময়ে তিনি প্রমাণ করতে পারতেন যে, তিনি প্রেসিডেন্টের দায়িত্ব পালন করতে পারেন। কিন্তু করোনাভাইরাস মহামারি, অর্থনৈতিক টালমাটাল অবস্থা এবং বর্ণবাদী অবিচারের এই মুহূর্তে দেশ যখন কাঁপছে- তখন তিনি ব্যর্থ।’

মিশেল ওবামা ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের ভুল প্রেসিডেন্ট বলে আখ্যায়িত করে বলেন, ‘যখনই আমরা হোয়াইট হাউজের নেতৃত্বের দিকে তাকাই, সান্ত্বনার জন্য তাকাই, অবিচল প্রস্তুতির জন্য তাকাই, তার পরিবর্তে আমরা দেখতে পাই বিশৃঙ্খলা, বিভাজন, সহমর্মিতার পুরো অভাব। আমাদের জন্য যার প্রয়োজন, তিনি সেই ব্যক্তি হতে পারেননি। যদি আপনারা মনে করেন পরিস্থিতি এর চেয়ে খারাপ হবে না, তবে আমাকে বিশ্বাস করুন। আমি বলছি, পরিস্থিতি খারাপ হবে, যদি আপনারা এই নির্বাচনে পরিবর্তন না আনেন।’