Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার২৪, বুধবার ১৯ আগস্ট, ২০২০: এবার বঙ্গবীর কাদের সিদ্দিকীকে নিয়ে নির্মাণ করা হচ্ছে সিনেমা। সাবেক এই সংসদ সদস্যের অনুমতি নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে পাণ্ডুলিপির কাজ। তবে সিনেমার নাম এখনো চূড়ান্ত হয়নি।

এটি নির্মাণ করবেন নির্মাতা মামুন খান। তিনি নিজেই এ তথ্য জানিয়েছেন।

মামুন খান বলেন, ‘কাদের সিদ্দিকীর কাছ থেকে অনুমতি নিয়েই পাণ্ডুলিপির কাজ শুরু করেছি। এর কাজ এতদিনে শেষ হয়ে যেত কিন্তু করোনার কারণে শেষ অংশের কাজটি আটকে আছে।’

তিনি আরও বলেন, ‘কাদের সিদ্দিকী জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধ করেছেন। তিনি সত্যিকারের একজন নায়ক। বর্তমান প্রজন্মের কাছে সে বিষয়গুলো তুলে ধরতেই সিনেমাটি নির্মাণ করা হচ্ছে। এর নাম ও অভিনয় শিল্পীদের তালিকা এখনো চূড়ান্ত করা হয়নি। খুব শিগগিরই এ বিষয়ে সবাইকে জানানো হবে।’

জানা গেছে, সিনেমাটি প্রযোজনা করছে ড্রিম মেকার ক্রিয়েটিভ স্টেশন।