Wed. Apr 23rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
খােলাবাজার২৪, বৃহস্পতিবার ২০ আগস্ট, ২০২০: সাতক্ষীরা প্রতিনিধিঃ  সাতক্ষীরার তালা উপজেলায় ছেলের সামনে বাবাকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার প্রতিবাদে এবং গ্রেপ্তার হওয়া বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা সরদার মশিয়ার রহমানের (ইনসেটে) ফাঁসির দাবিতে বুধবার সাতক্ষীরা শহরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে এলাকাবাসী। ছবি : এনটিভি

সাতক্ষীরার তালা উপজেলায় ছেলের সামনে বাবাকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার প্রতিবাদে এবং গ্রেপ্তার হওয়া বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা সরদার মশিয়ার রহমানের ফাঁসির দাবিতে সাতক্ষীরা শহরে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

বুধবার দুপুরে তালা থেকে শত শত মানুষ সাতক্ষীরা শহরে এসে এই মিছিল ও মানববন্ধনে অংশ নেয়। এ সময় তারা বারবার তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমানের ফাঁসির দাবি জানান। তারা বলেন, সরদার মশিয়ার গোপন দল নিউ বিপ্লবী কমিউনিস্ট পার্টিপ্রধান মৃণাল বাহিনীর সদস্য। মৃণাল হত্যার পর থেকে তিনি একটি বিশাল সন্ত্রাসী বাহিনী লালন করে আসছে।

শহরের খুলনা মোড় থেকে শুরু হওয়া মিছিলটি চলে যায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে। সেখানে মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন বিক্ষোভকারীরা। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. বদিউজ্জামান।

এ সময় তারা বলেন, গত সোমবার রাতে মাছ চুরির মিথ্যা অভিযোগে মশিয়ারের লোকজন তালা সদর ইউনিয়নের জেয়ালা নলতা গ্রামের সেলিম নিকারীকে ধরে নিয়ে যান তালার ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরদার মশিয়ার রহমানের কাছে। মশিয়ার ও তাঁর সহযোগী রনি ও তুহিনসহ কয়েকজন তাঁকে পিটিয়ে আহত করেন। ছেলেকে মারধর করা হচ্ছে এমন খবর পেয়ে সেলিমের বৃদ্ধ বাবা লুৎফর নিকারী (৬০) মশিয়ারের বাড়িতে যান। এ সময় ছেলের সামনে তাঁকেও বেদম মারপিট করে তাঁর গলায় গামছা পেচিয়ে শ্বাসরোধ করেন তারা। গুরুতর আহত অবস্থায় দুজনকে তালা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বাবা লুৎফর নিকারীকে মৃত ঘোষণা করেন।

সাতক্ষীরার তালা উপজেলায় ছেলের সামনে বাবাকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার প্রতিবাদে এবং গ্রেপ্তার হওয়া বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা সরদার মশিয়ার রহমানের (ইনসেটে) ফাঁসির দাবিতে বুধবার সাতক্ষীরা শহরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে এলাকাবাসী। ছবি : এনটিভি

গ্রামবাসী এই হত্যার প্রতিবাদ জানিয়ে উপজেলা ভাইস চেয়ারম্যান মশিয়ারের ফাঁসির দাবি জানান। এতে বক্তব্য দেন হায়াত নিকারী, রুহুল আমিন নিকারী, সালমা নিকারী প্রমুখ।

এ ব্যাপারে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে আমরা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরকার মশিয়ার রহমানকে আটক করি। পরে তাঁর বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেন নিহত লুৎফর নিকারীর ছেলে সেলিম নিকারী। ওই মামলায় মশিয়ারকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

এদিকে একজন মৎস্যজীবীকে হত্যা ও সন্ত্রাসী বাহিনী লালন করার অভিযোগে সাতক্ষীরার তালা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরদার মশিয়ার রহমানকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে দল ধেকে বহিষ্কার করা হবে না ২১ দিনের মধ্যে তার সন্তোষজনক জবাব দেওয়ারও নির্দেশ দিয়েছেন দলের জেলা কমিটির সভাপতি ও সম্পাদক।

বুধবার রাতে সাতক্ষীরার জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ ও সাধারণ সম্পাদক আলহাজ মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে একথা বলা হয়েছে।

মশিয়ার রহমানকে পাঠানো দলীয় চিঠিতে বলা হয়েছে, ‘বিগত ৮ ডিসেম্বর ২০১৯, তালা উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিল অধিবেশনের দ্বিতীয় পর্বে উপজেলা আওয়ামী লীগের আংশিক কমিটি গঠিত হয়। ঘোষিত কমিটিতে আপনাকে (সরদার মশিয়ার রহমান) সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করা হয়।

আপনার বিরুদ্ধে এই মর্মে অভিযোগ পাওয়া গেছে যে আপনি সংগঠনের পদ-পদবি ব্যবহার করে সমগ্র উপজেলাব্যাপী নিজস্ব সন্ত্রাসী বাহিনী গঠনসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমে জড়িত হয়ে পড়েছেন। সম্প্রতি তালা উপজেলার জেয়ালা নলতা নামক গ্রামের নলবুনিয়া মৎস্য ঘেরে একজন কৃষি শ্রমিক হত্যায় আপনি জড়িক বলে প্রাথমিকভাবে জানা যায়।

আপনার এহেন সন্ত্রাসী কর্মকাণ্ডে সংগঠনের ভাবমূর্তি প্রচণ্ডভাবে ক্ষুন্ণ হওয়ায় সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের কারণে বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৪৭ (ক) ধারাসহ বিভিন্ন উপধারায় বর্ণিত মোতাবেক আপনাকে সংগঠনের তালা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের পদ থেকে সাময়িক বহিষ্কার করা হলো।

যেহেতু আপনার বিরুদ্ধে অভিযোগসমূহ গুরুতর বিধায় চূড়ান্তভাবে আপনাকে কেন সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তা অত্র পত্র প্রাপ্তির ২১ দিনের মধ্যে নিম্নস্বাক্ষরকারী বরাবর লিখিত জবাব দাখিল করার জন্য বলা হলো।’