Tue. Oct 14th, 2025
Advertisements

খােলাবাজার২৪ বুধবার ২৬ আগস্ট, ২০২০: ভারতে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে আরো ১,০৫৯ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৯ হাজার ৪৪৯ জন।

বুধবার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৭ হাজার ১৫১ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে।

ভারতে এ পর্যন্ত ৩২ লাখ ৩৪ হাজার ৪৭৫ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২৪ লাখ ৬৭ হাজার ৭৫৯ জন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, বিশ্বে গত ২২ দিন ধরে ভারতে প্রতিদিন সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত হচ্ছে।