Sat. Apr 19th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার২৪, সোমবার, ০২ সেপ্টেম্বর, ২০২০: বার্সেলোনায় পৌঁছেছেন মেসির বাবা ও এজেন্ট হোর্হে মেসি। আর্জেন্টিনার রোজারিও থেকে রাতব্যাপী ভ্রমণ শেষে বুধবার সকালে বার্সেলোনায় পৌঁছান তিনি।

স্পেনিস ও ব্রিটিশ মিডিয়াগুলো যখন খবর দিচ্ছে যে, তিনি ছেলের ভবিষ্যৎ নির্ধারণে এ সপ্তাহেই ক্লাবটির বোর্ড কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন, তখনই তিনি সেখানে গেলেন।

ক্লাবটির একটি সূত্র সিএনএনকে জানিয়েছে, কথিত সেই বৈঠকটি এখনো নিশ্চিত নয়।

৩৩ বছর বয়সী মেসি রোববার বার্সেলোনার ট্রেনিং মাঠে করোনার টেস্ট করাতে যাননি, এরই ধারাবাহিকতায় সোমবার বা মঙ্গলবারও ট্রেনিংয়ে উপস্থিত হননি।

মেসি মনে করেন বার্সেলোনার সাথে তার চুক্তির একটি ক্লজ রয়েছে, যার মাধ্যমে তিনি এই গ্রীষ্মেই ক্লাবটি ছেড়ে যেতে পারবেন।

জানা যায়, ক্লজটির সময় গত ১০ জুন শেষ হয়ে গেছে কিন্তু মেসি ও তার প্রতিনিধিরা এখনো বিশ্বাস করেন করোনা মহামারির কারণে যেহেতু মৌসুম পিছিয়েছে তাই ক্লজটির কার্যকারিতাও রয়ে গেছে।

তবে, চুক্তির মেয়াদ ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত বিধায় বার্সেলোনা সে পর্যন্তই মেসিকে ধরে রাখতে চাইছে।