Sat. Apr 19th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার২৪, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর, ২০২০: নাশকতার অভিযোগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে করা দুটি মামলার কার্যক্রমের ওপর হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ।প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগ আজ বৃহস্পতিবার এ আদেশ দেন।

আদালতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও সগির হোসেন লিওন।নাশকতার অভিযোগে রাজধানীর শেরে বাংলানগর থানায় ২০১২ সালের ৯ ডিসেম্বর  এবং রমনা থানায় ২০১৩ সালের ৩০ নভেম্বর করা পৃথক দুটি মামলার কার্যক্রমের ওপর হাইকোর্ট ২০১৭ সালের ৭ নভেম্বর স্থগিতাদেশ দেন।এই আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেছিল রাষ্ট্রপক্ষ। রাষ্ট্রপক্ষের এই আবেদন আজ নিষ্পত্তি করে দিয়ে হাইকোর্টের আদেশ বহাল রাখেন আপিল বিভাগ।