Fri. Apr 18th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার২৪, বৃহস্পতিবার, ১০সেপ্টেম্বর, ২০২০: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘মানুষকে করোনামুক্ত করব যেখান থেকে কম পয়সায় ভ্যাকসিন পাব সেখান থেকেই নেব।’ তিনি বলেন, ‘যারা করোনার ভ্যাকসিন নিয়ে গবেষণা করছেন, সেখানে আমরা আবেদন করে রেখেছি। প্রয়োজনীয় অর্থও বরাদ্দ করা আছে। আমরা যাতে আগে ভ্যাকসিন পাই, সেটাই আমাদের প্রধান লক্ষ্য।’

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী এ কথা বলেন। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদ অধিবেশনে সভাপতিত্ব করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘করোনা মোকাবিলায় আমরা প্রয়োজনীয় অর্থ খরচ করেছি। এখানে অনেকে অনেকভাবে দেখতে পারে। কেউ কেউ দুর্নীতি দেখতে পারে। কিন্তু আমরা মহামারি মোকাবিলায় মানুষের জীবন বাঁচানোর দিকটি গুরুত্ব দিয়েছি। টাকার দিকে আমরা তাকাইনি।’

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, দেশে এখন খুন ও গুমের রাজনীতি জিয়াউর রহমানই শুরু করে গেছেন। তাঁর আমলেই এগুলোর শুরু হয়। বিচারবহির্ভূত হত্যাকাণ্ডও জিয়ার আমলেই শুরু হয়। আমরা অপরাধীকে ছাড় দিচ্ছি না। দলীয় পরিচয়কে আমরা গুরুত্ব না দিয়ে অপরাধীর অপরাধকে আমরা গুরুত্ব দিয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছি। প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার হচ্ছে। বিচারপ্রার্থীরা ন্যায়বিচার পাচ্ছে।