Fri. Apr 18th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

 

খােলাবাজার২৪,বৃহস্পতিবার,১৭ সপ্টেম্বের,২০২০: কুয়েতের সংসদ স্পিকার মারজুক আল গানিম বলেছেন, ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপন না করার নীতিতে তারা অটল থাকবেন। তিনি আজ বৃহস্পতিবার কুয়েতে ফিলিস্তিনি রাষ্ট্রদূত রামি তাহবুবের সঙ্গে বৈঠকে এ কথা বলেন।

তিনি আরও বলেন, কুয়েত আন্তর্জাতিক ইশতেহার অনুযায়ী দুই রাষ্ট্রভিত্তিক সরকার গঠনের নীতিতে বিশ্বাস করে। কুয়েত বায়তুল মুকাদ্দাসকে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী বলে মনে করে।

কুয়েতের সংসদ স্পিকার আরও বলেছেন, দখলদার ইসরাইলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের সম্পর্ক প্রতিষ্ঠার চুক্তি সইয়ের অনুষ্ঠানে কুয়েতে কোনো প্রতিনিধি অংশ নেয় নি। সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন গত মঙ্গলবার ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপনের চুক্তি সই করেছেন।