Fri. Apr 18th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
খােলাবাজার২৪,শুক্রবার ,১৮সপ্টেম্বের,২০২০:  একটা সময় জহির  ও শিরীন খুব ভালো বন্দু ছিল। তারা প্রাই সারা রাত ভরে ফোনে আড্ডা দিতো, খাওয়া দাওয়া ভুলেই যেতো আড্ডা দিতে দিতে। রাতে তো তাদের চোখে ঘুম ছিলই না একদম।
সারা রাত ভরা আড্ডা দিয়ে কেউ আবার মোবাইল হাতে করেই ঘুমিতে যেতো!  সারা রাত ভরা আড্ডা দিয়ে সকালের আলো দেখতেই শিরীন ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে ফ্রেস হয়ে নাস্তা না করেই কলেজের উদ্দেশ্যে রওনা দিত। কলেজে গিয়ে কোন দিন নাস্তা খেত আবার কোন দিন নাস্তা খেতনা!
কলেজ রুমে গিয়েই আবারও ফেইসবুকে ডুকে দুইজনে কথা বার্তা শুরু করে দিতো।দুজনের মধ্যে এমন গবির সম্পর্ক ছিলো যে দুজন দুজনকে ছাড়া থাকতেই পারতো না। তাদের আর কোন কাজই ছিলো না, শুধু দুজনে মিলে আড্ডা দিতো, নানান জায়গায় ঘুরতে যেতো।হঠাৎ করে শিরীন জহিরের উপর কি কারনে অভিমান করে দূরে চলে যায়! জহির তাতে ভীষণ কষ্ট পায়, জহিরের ধারণা একদিন শিরীনের ভুল ভাংবেই।
শিরীন নামের ময়না পাখি হয়তো আর আসবেনা ফিরে আমার এই মনের ছোট ঘরে দুঃখ নামের নিষ্ঠুর পাখি আমার থাকবে সারা জনম ভরে।