খােলাবাজার২৪,মঙ্গলবার২২ সেপ্টেম্বর,২০২০: নরসিংদী থেকেতোফাজ্জল হোসেনঃ-নরসিংদীররায়পুরায়আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেআওয়ামীলীগসমর্থিত দুই পক্ষের টেঁটাযুদ্ধে ৬ জনআহতহয়েছেন। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরেউপজেলারচরসুবুদ্ধি ইউনিয়নেরআবদুল্লাপুরগ্রামে এই টেঁটাযুদ্ধেরঘটনা ঘটে। এতে দুই পক্ষেরশতাধিককর্মীসমর্থক অংশ নিলেওবিকেল ৫টা পর্যন্তকাউকেআটককরতেপারেনিপুলিশ।
এই ঘটনায় টেঁটাবিদ্ধ ৬ জনেরমধ্যে পাঁচজনেরনামজানা গেছে। তারাহলেন, উপজেলারচরসুবুদ্ধি ইউনিয়নেরআবদুল্লাপুরগ্রামের মো.শাহাদৎ (১৮), মো. জাকিরমিয়া (৪০), জীবনমিয়া (২০), জুনায়েদ (৯) ও নীলুমিয়া (৪৫)। টেঁটাবিদ্ধদেরপ্রথমেরায়পুরাউপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। পরেতাদেরমধ্যে প্রথমচারজনকেউন্নতচিকিৎসারজন্য ঢাকা মেডিকেলকলেজহাসপাতালেপাঠানো হয়।
এরআগে গত ১৩ মে দুই পক্ষেরসংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে ওই এলাকার মৃত লালমিয়ার ছেলে মো.নুরুলহক (৪৫) নামের এক ব্যক্তি নিহতহন। টেঁটাযুদ্ধেরসময়এলাকায়ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের খবর পেয়েতা দেখারজন্য ঘটনাস্থলে গিয়েছিলেনতিনি। পুলিশ ও স্থানীয়রাজানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেআবদুল্লাপুরগ্রামেরফরহাদ হোসেনওরফে স্বপন ও মো. কাঞ্চনমিয়ার দীর্ঘ দিনধরেবিরোধচলছে। কিছুদিনপরপরই দুই পক্ষ পরষ্পর টেঁটা, বল্লম, দা, ছুরিনিয়েসংঘর্ষে জড়িয়েপড়ে। গত দুদিনধরেই এই এলাকায়উত্তেজনাবিরাজকরছিল। এই দুদিনে বেশকয়েক দফা ককটেলবিষ্ফোরণকরা হয়। আজ সোমবারসকাল ১১টার দিকেহঠাৎকরেই দুই পক্ষের লোকজন টেঁটা, বল্লম, দা, ছুরিনিয়েসংঘর্ষে জড়িয়েপড়ে। সংঘর্ষের সময় দুই পক্ষের ছোড়া টেঁটায় ৬ জন ব্যক্তি টেঁটাবিদ্ধ হন। পরেআশেপাশের লোকজনতাদেরকেউদ্ধারকরেরায়পুরাউপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ঢাকা মেডিকেলকলেজহাসপাতালেপাঠায়।
স্থানীয়রাআরওজানান, দুই পক্ষের লোকজনই গতরবিবার স্থানীয়গন্যমান্য ব্যক্তিদের কথা দিয়েছিলসংঘর্ষের কোনঘটনাঘটবেনা। কিন্তু কথা দিলেও দুইপক্ষই ভেতরে ভেতরেউত্তেজিত অবস্থায়ছিল। আজ বেলা ১১টার দিকেতুচ্ছঘটনায় দুইপক্ষইপরষ্পরসংঘর্ষে জড়িয়েপড়ে। দুইঘণ্টার এই টেঁটাযুদ্ধেরঘটনায়ফরহাদ হোসেনগ্রুপেরপাঁচজন ও কাঞ্চনগ্রুপেরএকজনআহতহন।
সংঘর্ষের বিষয়েজানতেফরহাদ হোসেন ও কাঞ্চনমিয়ার সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টাকরেওপাওয়াযায়নি।
খোঁজনিয়েজানা গেছে, প্রায় ১০ মাসআগেফরহাদ হোসেনগ্রুপের সমর্থকরাকাঞ্চনমিয়ারওপরহামলারঘটনাঘটায়। সে সময়কাঞ্চনেরমাথায় কোপ দেওয়াসহব্যাপকমারধরকরা হয়। বেশকিছুদিনহাসপাতালেচিকিৎসাধীন থাকার পর সুস্থ হয়ে ফেরেনতিনি। এরপ্রতিশোধনিতে গত এপ্রিলের শেষ দিকেকাঞ্চনের লোকজনফরহাদ হোসেনেরকর্মী সমর্থকদেরবাড়িঘরেভাংচুর ও অগ্নিসংযোগসহ টেঁটাযুদ্ধে লিপ্ত হয়। পরবর্তীতে গত ১৩ মে সকালে দুইটি পক্ষ টেঁটা ও দেশীয় অস্ত্রে সজ্জিত হয়েপরষ্পরসংঘর্ষে লিপ্ত হয়। এরধারাবাহিকতায়আজ সোমবারআবারতারা টেঁটাযুদ্ধে লিপ্তহন।
চরসুবুদ্ধি ইউনিয়নপরিষদের চেয়ারম্যাননাসিরউদ্দিনজানান, ফরহাদ হোসেন স্বপন ও মো. কাঞ্চনমিয়া দুজনেরই দলীয় কোন পদ না থাকলেওতারাআওয়ামীলীগেররাজনীতিকরেন। এরইমধ্যে বেশকয়েকবারতাদেরমধ্যে সংঘর্ষ ও টেঁটাযুদ্ধেরঘটনা ঘটেছে। এছাড়াবিভিন্নসময় দুই পক্ষেরবাড়িঘরেভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগেরঘটনাও ঘটে। আমরা বেশকয়েকবারই দুই পক্ষকে নিয়েবসেসমস্যাসমাধানের চেষ্টাকরেছিকিন্তু তারা এতে কোন পক্ষেরইআগ্রহ দেখতে পাইনি।
রায়পুরা থানারভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) মহসিনুলকাদিরজানান, খবর পেয়েরায়পুরা থানারপুলিশঘটনাস্থলে গিয়েপরিস্থিতিনিয়ন্ত্রণে আনে। অপ্রীতিকরঘটনাএড়াতেএলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েনকরাহয়েছে। এই ঘটনায়ফরহাদ হোসেন স্বপনগ্রুপেরপাঁচজন ও মো. কাঞ্চনমিয়াগ্রুপেরএকজন টেঁটাবিদ্ধ হয়েছেন। তাদেররায়পুরাউপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ঢাকা মেডিকেলকলেজহাসপাতালেপাঠানোহয়েছে।