খােলাবাজার২৪,বৃহস্পতিবার২৪ সেপ্টেম্বর,২০২০: আধুনিক ব্যাংকিং সেবার প্রতিশ্রুতি নিয়ে ২৪ সেপ্টেম্বর, ২০২০ তারিখে ময়মনসিংহের ধোবাউড়া এবং কক্সবাজারের মরিচ্যা বাজারে এনআরবি গ্লোবাল ব্যাংকের ২টি ইসলামিক ব্যাংকিং শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে অনলাইনে শাখা ২টির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত। এ সময় ব্যাংকেরঅতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ গোলাম সরওয়ার এবং কাজী মশিউর রহমান জেহাদ, উপ ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামসুল ইসলাম, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান, শাখা ব্যবস্থাপকবৃন্দ, ব্যাংকের বিভিন্ন স্তরের কর্মকর্তাসহ আমন্ত্রিত সম্মানীত অতিথি ও গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন।
উৎকর্ষ ব্যাংকিং সেবা ও অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে ব্যাংকটি দেশে ও দেশের বাইরে তাঁঁর স্বকিয়তা বজায় রেখে অত্যন্ত দ্রুততার সাথে শাখা সম্প্রসারণ করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।