Sat. Apr 19th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার২৪, বৃহস্পতিবার০১  অক্টোবর,২০২০: অন্তর্জালে মাঝেমধ্যে এমন সব অদ্ভুত ভিডিও উঠে আসে, যা দেখার পর মনে হয়, কী হলো এটা! এমনই এক ভিডিও প্রত্যক্ষ করল অন্তর্জালবাসী। ডিম ও হাতুড়ির এ রসায়ন দেখলে যে কেউ বিস্মিত হবেন।

ভিডিওতে দেখা যাচ্ছে, ডিমের ওপর ধীরে ধীরে পড়ছে একটি হাতুড়ি। আর হাতুড়ির আঘাতে ডিম যে ভাঙবে, এটা সবাই ভাববে। কিন্তু চমক এখানেই। দর্শক প্রত্যক্ষ করল, ডিম নয়; বরং হাতুড়িই ভেঙে গেল!

হিন্দুস্তান টাইমসের খবর, ভিডিওটি প্রথমে শেয়ার করেছিলেন অ্যানিমেটর ফ্রাঙ্কো মেলানি। পরে একই ভিডিও স্যাটিসফায়িং টাইমস নামে ইনস্টাগ্রাম আইডি থেকে রি-পোস্ট করা হয়। মেলানি ভিডিও শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘কে জিতবে?

তাই মন্তব্যে ভাসিয়েছেন। একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী লিখেছেন, ‘এই ডিম নোকিয়া।’ আরেকজন লিখেছেন, ‘এটা আদৌ সন্তোষজনক নয়।’ আরেকজন লিখেছেন, ‘শুধু কি আমারই এটা ভালো লাগল?’ চতুর্থজনের মন্তব্য, ‘আশা করিনি।’

তো, ভিডিওটি দেখে আপনি কী ভাবছেন?