খােলাবাজার২৪, বৃহস্পতিবার০১ অক্টোবর,২০২০: এজেন্ট ব্যাংকিং সেবা চালু করতে যাচ্ছে এনআরবি গ্লোবাল ব্যাংক। এরই অংশ হিসেবে এনআরবি গ্লোবাল ব্যাংক লিমিটেড ও মেসার্স আহনাফ ট্রেডিং এর মধ্যে একটি সমঝোতা চুক্তি ০১অক্টোবর ২০২০ তারিখে স্বাক্ষরিত হয়।
ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী মশিউর রহমান জেহাদ এবং মেসার্স আহনাফ ট্রেডিং এর স্বত্তাধিকারী মিসেস দিলরুবা হায়দার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এসময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ গোলাম সরওয়ার, উপ ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামসুল ইসলাম ও আতাউস সামাদ, এজেন্ট ব্যাংকিং বিভাগের প্রধান জহির উদ্দিন ফেরদৌস এবং উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।