খােলাবাজার২৪, শুক্রবার ০২ অক্টোবর,২০২০: ভারতের উত্তর প্রদেশের হাথরাসে আটক কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে ছেড়ে দিয়েছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁদের ছেড়ে দেয় উত্তর প্রদেশের পুলিশ।
দুপুরের দিকে সরকারি বিধিমালা লঙ্ঘন করে জনসমাবেশ করায় তাঁদের আটক করেছিল রাজ্য পুলিশ।
এর আগে পূর্ব ঘোষণা অনুযায়ী উত্তর প্রদেশের হাথরাসে ধর্ষণে নিহত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে গাড়িবহর নিয়ে যাওয়ার সময় পুলিশ তাঁদের গতিরোধ করে। পরে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে হেঁটেই রওনা দেন হাথরসের দিকে।
রাহুল-প্রিয়াঙ্কার সঙ্গে ছিলেন বহরমপুরের কংগ্রেস সাংসদ তথা লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরীও।
প্রসঙ্গত, গত মঙ্গলবার উত্তর প্রদেশের হাথরাসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার এক তরুণী রাজধানী নয়াদিল্লিতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরে পুলিশ পরিবারের সদস্যদের অনুপস্থিতিতে রাতের আঁধারে ওই তরুণীর মরদেহ দাহ করে। এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক ক্ষোভ তৈরি হয়।