Sat. Apr 19th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার২৪, শনিবার ০৩ অক্টোবর,২০২০: দেশের অন্যতম প্রধান ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড লা রিভ গতকাল শুক্রবার বিকেল ৪টায় মিরপুর-১ এ উদ্বোধন করেছে তার ফ্ল্যাগশিপ স্টোর। উদ্বোধনের পর এটিই হয়েছে ব্র্যান্ডটির বৃহত্তম আউটলেট।

লা রিভের ক্রেতা, মডেল, সাংবাদিক ও শুভানুধ্যায়ীদের নিয়ে সব স্টোর ও অনলাইনে উদযাপন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানটি। এই আয়োজনের অংশ হিসেবে ১, ২, ৩ অক্টোবর নতুন পূজা ও ফল কালেকশনে স্ক্র্যাচ কূপনের মাধ্যমে ‘২০ থেকে ৪০ ভাগ  সেলিব্রেশন সেভিংস’ এর সুযোগ দিয়েছে ব্র্যান্ডটি।

শুধু তাই নয়, শুক্রবার উদ্বোধনের দিন মিরপুরে-১ এ অবস্থিত এই ফ্ল্যাগশিপ স্টোরের প্রথম ৩০০ জন ক্রেতা পেয়েছেন বিশেষ উপহার।

মিরপুর-১ ফ্ল্যাগশিপ স্টোরের ঠিকানা- মাল্টিপ্ল্যান রেড ক্রিসেন্ট সিটি, দ্বিতীয় তলা, মিরপুর-১, ঢাকা-১২১৬।

যোগাযোগের নম্বর ১৮১১৪৫৬০৫১

বিস্তারিত জানতে ভিজিট করুন www.lerevecraze.com

এবং facebook.com/lerevecraze