শুক্র. মার্চ ২৯, ২০২৪
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার২৪, সোমবার ০৫ অক্টোবর,২০২০: বিশ্বব্যাপী শিক্ষকদের অবদানকে স্মরণ করতে পালিত হয় বিশ্ব শিক্ষক দিবস। দিবসটি উপলক্ষে ভার্চুয়াল আলোচনার আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর)। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। এ বছর বিশ্ব শিক্ষক দিবসের প্রতিপাদ্য ‘টিচার্স : লিডিং ইন ক্রাইসিস, রি-ইমাজিনিং দ্য ফিউচার’।

আজ সন্ধ্যা সাড়ে ৬টায় আইইআরের ভার্চুয়াল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে এনটিভি অনলাইনকে নিশ্চিত করেন অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

ভার্চুয়াল অনুষ্ঠানে আইইআরের পরিচালক ড. মো. আবদুল মালেকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রো-ভিসি (শিক্ষা) ড. এ এস এম মাকসুদ কামাল, আলোচনা করবেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. মনজুর আহমেদ এবং আইইআরের সাবেক পরিচালক ড. ছিদ্দিকুর রহমান।

অনুষ্ঠানে শিক্ষায় জীবনব্যাপী অনবদ্য অবদানের জন্য গাইবান্ধার সুন্দরগঞ্জের শিবরাম আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. নূরুল আলমকে ‘শিক্ষক সম্মাননা’ প্রদান করা হবে।