Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার২৪, বৃহস্পতিবার ০৮ অক্টোবর,২০২০: নোয়াখালীতে সংঘবদ্ধ ধর্ষণ, নারী নির্যাতন ও হত্যার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আলোক প্রজ্বালন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে এই কর্মসূচি পালন করেন শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় সারা দেশে ধর্ষণের ঘটনায় নিন্দা জানিয়ে এবং ধর্ষণের শিকার নারীর প্রতি সহমর্মিতা প্রকাশ করে এক মিনিট নীরবতা কর্মসূচি পালন করা হয়।

আলোক প্রজ্বালন শেষে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উপদপ্তর সম্পাদক মাইনুল হুসাইন রাজন বলেন, ‘সারা দেশে ধর্ষকেরা আবার জেগে উঠেছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, বঙ্গবন্ধুর বাংলাদেশে ধর্ষকদের কোনো ঠাঁই নাই। ধর্ষকদের সামাজিকভাবে বয়কট করতে হবে। তবেই মাত্র এই সমাজ থেকে ধর্ষক এবং নারী নিপীড়ক নিপাত যাবে। ধর্ষকদের বিরুদ্ধে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সংগ্রাম করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ জানাই, কোনোভাবেই যেন ধর্ষকেরা ছাড় না পায়।’

‘এর পাশাপাশি যেকোনো সময় আমরা দেখি, ইস্যু পেলেই সরকার পতনের আন্দোলন শুরু করে এক পক্ষ। আমরা এর তীব্র নিন্দা জানাই। আগামীতে এ ধরনের কার্যক্রম বাংলাদেশ ছাত্রলীগ কঠোর হাতে দমন করবে,’ বলছিলেন মাইনুল হুসাইন রাজন।

এ সময় উপস্থিত ছিলেন জাবি শাখা ছাত্রলীগ নেতা মিজানুর রহমান, আখতারুজ্জামান সোহেল, নীলাদ্রি শেখর মজুমদার, সাইফুল ইসলাম, আকলিমা আকতার এশা, মাহমুদুল হাসান রিজু, ইসমাইল হোসেন, আহমেদ আরিফ, হাবিবুর রহমান লিটন, আলম শেখ প্রমুখ।