Sun. Apr 20th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার২৪, রবিবার১৮, অক্টোবর ২০২০:সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল)- এর দুইদিন ব্যাপী তৃতীয় প্রান্তিক ব্যবসায়িক সম্মেলন গত ১৭ অক্টোবর শেষ হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জনাব কাজী ওসমান আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলনের শুভ উদ্বোধন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব আবু নাসের চৌধুরী, জনাব মোঃ সিরাজুল হক এবং জনাব মোঃ সামছুলহক, কোম্পানি সচিব জনাব আব্দুল হান্নান খান ও মানব সম্পদ বিভাগের প্রধান জনাব কাজী ওবায়দুল আল ফারুক। ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত সম্মেলনে এ সময় ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণ এবং শাখা ব্যবস্থাপকগণ তাদের ব্যবসায়িক সাফল্য তুলে ধরেন। ব্যবসায়িক সম্মেলনে গত নয় মাসে অর্জিত ব্যাংকের লক্ষ্য মাত্রার বিশ্লেষণ এবং আগামী তিন মাসে লক্ষ্য মাত্রা অর্জনে করণীয় সম্পর্কে আলোচনা করা হয়। ব্যবস্থাপনা পরিচালক তাঁর বক্তব্যে শাখা ব্যবস্থাপক ও প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানদের উদ্দেশ্যে নানাদিক নির্দেশনা দেন এবং বলেন যে, সকলের সম্মিলিত প্রচেষ্টায় সোশ্যাল ইসলামী ব্যাংকের ব্যবসায়িক সফলতার ধারাবাহিকতা আগামীতেও অব্যাহত থাকবে।