Wed. Oct 22nd, 2025
Advertisements

খােলাবাজার২৪, সোমবার১৯, অক্টোবর ২০২০: সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের সুরক্ষা মিলিওনিয়র স্কিমে এক হিসাবধারী মৃত্যুবরণ করায় বীমা দাবির পাঁচ লক্ষ টাকার চেক সম্প্রতি ব্যাংকের বীরগঞ্জ শাখায় হস্তান্তর করা হয়। মৃত্যুবরণকারী হিসাবধারীর পক্ষে তার মেয়ে সাবিহা ইসলাম সুবর্ণা চেকটি গ্রহণ করেন। এসময়ে বীরগঞ্জ পৌরসভার মেয়র মোঃ মোশাররফ হোসাইন বাবুল, স্থানীয় ব্যবসায়ী মোঃ ইয়াকুব আলী, রতন কুমার সাহা, মৃদুল কান্তি দেবসহ শাখার ব্যবস্থাপক মোঃ আবু জাফর উপস্থিত ছিলেন। ‘এসবিএসি সুরক্ষা মিলিওয়নিয়র স্কিম’-এ ব্যাংকই হিসাবধারীর পক্ষে বীমার প্রিমিয়াম পরিশোধ করে থাকে। এর আওতায় দুর্ঘটনাজনিত মৃত্যুতে পাঁচ লক্ষ টাকা এবং স্বাভাবিক মৃত্যুতে পঞ্চাশ হাজার টাকার ইন্স্যুরেন্স কভারেজ রয়েছে। এ স্কিমে নির্দিষ্ট পরিমাণ কিস্তি জমা দিয়ে মেয়াদান্তে ১০ লক্ষ টাকার মালিক হওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে।