খােলাবাজার২৪, সোমবার১৯, অক্টোবর ২০২০: ফ্যানদের আরো কাছে যেতে ‘গার্ডিয়ান অব কোয়ালিটি’ নামে এক ক্যাম্পেইন হাতে নিয়েছে অপো। এর প্রথম অংশ হিসেবে অপোর সঙ্গে ফ্যানদের অভিজ্ঞতার গল্প সবার কাছে তুলে ধরতে আজ (১৮ অক্টোবর) থেকে শুরু হয়েছে অপোর ‘অ্যাম্বাসেডর ক্যাম্পেইন’, যা চলবে ২৭ অক্টোবর পর্যন্ত।
এক বিজ্ঞপ্তিতে অপো জানিয়েছে, এই ক্যাম্পেইনে অংশ নিয়ে অপোর অ্যাম্বাসেডর হতে অপো বাংলাদেশের অফিশিয়াল ফেসবুক পেজে অপোর সঙ্গে ফ্যানদের গল্পের ছবি বা ভিডিও শেয়ার করতে হবে। যেখানে ভক্তরা কী কারণে অপোর ফোন কেনার সিদ্ধান্ত নেন, বা কীভাবে এই ফোনগুলো তাদের দৈনন্দিন জীবনে সবচেয়ে বিশ্বস্ত প্রযুক্তি ডিভাইসে পরিণত হয়েছে, তার কাহিনি শোনাবেন।
বাছাইয়ের মাধ্যমে ভাগ্যবান তিনজন অপোর অ্যাম্বাসেডর হওয়া এবং অপো এফ-১৭ প্রো ও অপো ওয়াচ জিতে নেওয়ার সুযোগ পাবেন। সেরা তিনটি ছবি বা ভিডিও শেয়ার করা ফ্যান অপো অ্যাম্বাসেডর হওয়ার সুযোগ পাবেন এবং অপোর সঙ্গে তাদের গল্প অপোর পক্ষ থেকে সবার মাঝে তুলে ধরা হবে। তিন জন বিজয়ীর মধ্যে শীর্ষ দুজন অপোর পক্ষ থেকে পাবেন আকর্ষণীয় উপহার। প্রথম বিজয়ী পাবেন অপো এফ-১৭ প্রো এবং দ্বিতীয় বিজয়ী পাবেন ৪১ মিলিমিটার অপো ওয়াচ।
অপোর এই ক্যাম্পেইন নিয়ে অপো বাংলাদেশের ব্র্যান্ড ডিরেক্টর আইয়োনো বলেন, ‘ফ্যানরাই আমাদের প্রধান চালিকাশক্তি। তাদের প্রয়োজন বোঝার এবং তাদের সঙ্গে আমাদের সংযোগ আরো দৃঢ় করতে আমরা বদ্ধপরিকর। এর মাধ্যমে ফ্যানদের প্রযুক্তিগত সব চাহিদা পূরণে অত্যাধুনিক ফিচারে স্মার্টফোন এনে আমরা তাদের বহুমুখিতা প্রদান করে আসছি। আমাদের সর্বশেষ এই ক্যাম্পেইনের মাধ্যমে ফ্যানরা আমাদের সঙ্গে তাদের পথচলার গল্প শোনাতে পারবেন, যেন আমরা তাদের এই গাথা সবার মাঝে ছড়িয়ে দিতে পারি।’