Fri. Apr 18th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার২৪,শনিবার৩১, অক্টোবর ২০২০: গত শুক্রবার দেশের প্রথম প্রিমিয়াম মেঘাগেটেড কমিউনিটি রূপায়ণ সিটি উত্তরা পরিদর্শনে আসেন সাউথইস্ট ব্যাংকের ব্যাবস্থাপনা পরিচালক এম কামাল হোসেন। এ সময় তাকে স্বাগত জানিয়ে প্রকল্প পরিরদর্শন করান রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর (সেলস) এহসানুর রহমান, রূপায়ণ গ্রুপের সিএফ ও রিয়াজ মাহমুদ (এফসিএম এ) , রূপায়ণ সিটি উত্তরার ডি এমডি মাহবুবুর রহমান, উপদেষ্টা ক্যপ্টেইন পিজে উল্লাহসহ উর্ধ্বতন কর্মকর্তারা।
এ সময় এম কামাল হোসেন বলেন, আমি বাংলাদেশের কোথাও দেখিনি এতসুন্দর প্রিমিয়াম কন্ডো এত সুন্দর স্কাই ভিলা। আমি প্রথম দেখলাম অনেক বড় পরিসরে অনেক বড় রাস্তা ও সুযোগ সুবিদানিয়ে তৈরি করা হয়েছে রূপায়ণ সিটি উত্তরা।
উত্তরার মতো একটি জায়গায় এমন একটি প্রকল্প সবকিছু মিলিয়ে চমৎকার। যেটা সবচেয়ে ভালো লেগেছে সেটি হল খেলার জায়গা ও খোলামেলা পরিবেশ।
প্রকল্পের অন্যতম আকর্ষণ স্কাই ভিলায় রেইন ফরেস্ট, সানডেক, রিডিং লাউঞ্জ, মুভি থিয়েটার, জিমনে সিয়াম, সুইমিং পুল সাইড ঘুরে দেখেন এবং এর নান্দনিক সব সুযোগ-সুবিধা স্বচক্ষে পরিদর্শন করে এম কামাল হোসেন বলেন, রূপায়ণ সিটি উত্তরার এই প্রকল্পটি আবাসন খাতের গতানু গতিক ধারনাই বদলে দিয়েছে।
১৩৪ বিঘা জমির উপর নির্মিত প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটির এই প্রকল্পে রয়েছে প্রিমিয়াম মানের কন্ডো অ্যাপার্টমেন্ট, স্কাই ভিলা, পেন্থ হাউজ, কমিউনিটি ক্লাব, মসজিদ, খেলার মাঠ, শিক্ষা প্রতিষ্ঠানসহ আধুনিক নগর জীবনের সব আয়োজন। ৬৩ শতাংশ খোলামেলা যায়গার পাশাপাশি রয়েছে সাড়ে ছয় কিলোমিটারের জগিং ট্র্যাক ও গাড়ি চলাচলের পৃথক রাস্তা।