Fri. Apr 18th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার২৪,শনিবার৩১, অক্টোবর ২০২০: তাবিথ আউয়ালকে চার ভোটে হারিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) চতুর্থ সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মহিউদ্দিন আহমেদ মহি। আগামী চার বছর বাফুফের সহ-সভাপতির দায়িত্ব পালন করবেন তিনি। তার সঙ্গে রয়েছেন বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান, সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ ও আতাউর রহমান মানিক।

উল্লেখ্য, গত ৩ অক্টোবর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু ওই দিন সব পদের প্রার্থী নির্বাচিত হলেও চতুর্থ সহ-সভাপতি পদে সমান ভোট পেয়ে আটকে যান তাবিথ আউয়াল ও মহিউদ্দিন আহমেদ মহির।

আজ শনিবার চতুর্থ সহ-সভাপতি পদে পুনর্নির্বাচন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে ১৩০ ভোটের মধ্যে ৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মহিউদ্দিন আহমেদ মহি। অপরদিকে তাবিথ আউয়াল পেয়েছেন ৬৩ ভোট। রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে সকাল সাড়ে ১১টায় ভোট অনুষ্ঠিত হয়।