
বুধবার বিকেল সাড়ে ৪টায় নির্বাচন কমিশন সচিবালয়ে নির্বাচন সংশ্লিষ্টদের সঙ্গে অনুষ্ঠিতব্য এই বৈঠকে যোগ দেয়া বিএনপির ৫ (পাঁচ) সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দিবেন দলের ভাইস চেযারম্যান ও ঢাকা-১৮ সংসদীয় আসনের উপ-নির্বাচনে বিএনপি দলীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আমান উল্লাহ আমান।
প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা-১৮ সংসদীয় আসনের উপ-নির্বাচনে বিএনপি দলীয় নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক আব্দুস সালাম, চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য বিজন কান্তি সরকার ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম এবং ঢাকা-১৮ নির্বাচনী আসনে বিএনপি দলীয় প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন।