Wed. Apr 16th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
খােলাবাজার২৪,মঙ্গলবার,০৩,নভেম্বর,২০২০: সংসদীয় আসন ঢাকা-১৮ নির্বাচনী এলাকার আসন্ন উপ-নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে সৃষ্ট বিভিন্ন সমস্যা, বিএনপি তথা ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারণায় বাঁধাসহ আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ে নির্বাচন কমিশনকে বিস্তারিত জানাতে বিএনপির একটি প্রতিনিধি দল বুথবার শেরে বাংলা নগরস্থ নির্বাচন কমিশন সচিবালয়ে যাবে। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপার্সন এর মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার।
বুধবার বিকেল সাড়ে ৪টায় নির্বাচন কমিশন সচিবালয়ে নির্বাচন সংশ্লিষ্টদের সঙ্গে অনুষ্ঠিতব্য এই বৈঠকে যোগ দেয়া বিএনপির ৫ (পাঁচ) সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দিবেন দলের ভাইস চেযারম্যান ও ঢাকা-১৮ সংসদীয় আসনের উপ-নির্বাচনে বিএনপি দলীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আমান উল্লাহ আমান।

প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা-১৮ সংসদীয় আসনের উপ-নির্বাচনে বিএনপি দলীয় নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক আব্দুস সালাম, চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য বিজন কান্তি সরকার ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম এবং ঢাকা-১৮ নির্বাচনী আসনে বিএনপি দলীয় প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন।