Fri. Apr 18th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার২৪, শনিবার,১৪ নভেম্বর ২০২০: বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ওবায়দুর রহমান চন্দনকে পদোন্নতি দিয়ে দলের সহ-সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) করা হয়েছে। শুক্রবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি দলের কেন্দ্রীয় দফতর থেকে দেয়া হয়েছে। চিঠি প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন ওবায়দুর রহমান চন্দন।

তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘গত বৃহস্পতিবার দলের সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু বিষয়টি আমাকে জানিয়েছিলেন। শুক্রবার এ বিষয়ে চিঠি পেয়েছি।’

সূত্রঃ যুগান্তর (অনলাইন সংস্করণ), ১৪ নভেম্বর ২০২০.