
আগুনের ক্ষয়ক্ষতি সম্পর্কে আদালতের নাজির শাহ মো. মামুন জানান, আগুনে কিছু নিষ্পত্তিকৃত মামলার নথিপত্র পুড়ে গেছে। তবে কতগুলো নথি পুড়েছে, তা এই মুহূর্তে বলা যাচ্ছে না।
ওই আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) তাপস কুমার পাল খােলাবাজার২৪, বলেন, কীভাবে আগুনের সূত্রপাত, তা জানা যায়নি। তবে এজলাসের পেছনের অংশে নথিপত্র রাখা ছিল। সেখান থেকে মূলত প্রথম ধোঁয়ার কুণ্ডলী বের হয়।
সরেজমিনে দেখা যায়, এজলাসকক্ষের ভেতর থেকে যখন ধোঁয়ার কুণ্ডলী বের হচ্ছিল, তখন আদালতের কর্মকর্তা-কর্মচারীরা আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছিলেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর কাজ শুরু করেন। তখন আদালতের সামনে উৎসুক লোকজন ভিড় করেন।