Fri. Apr 18th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার২৪, মঙ্গলবার  ২৪ নভেম্বর ২০২০: রাজধানীর মোহাম্মদপুরে বাবর রোডের বিহারী পট্টির জহুরি মহল্লায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকাল ৪টা ১৫ মিনিটে এ আগুন লাগে।

ফায়ার সার্ভিস সদর দফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাদী সুলতানা গণমাধ্যমকে জানান, রাজধানী মোহাম্মদপুরে বাবর রোডের বিহারি পট্টির বস্তিতে আগুনের খবর পেয়ে দুই দফায় ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট পাঠানো হয়েছে। সর্বশেষ খবর অনুযায়ী আগুন নিয়ন্ত্রণে আসেনি, আগুন লাগার কারণও জানা যায়নি।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের অপারেটর জিয়াউর রহমান বলেন, বিকাল ৪টা ১৫ মিনিটে বিহারী পট্টিতে আগুন লাগার খবরে ফায়ার সার্ভিসের প্রথমে ৭টি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে আরও ৩টি ইউনিট পাঠানো। মোট ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।