Wednesday , January 20 2021
ব্রেকিং নিউজ :

Home / খেলাধুলা / পাকিস্তানের অধিনায়ক এমএস ধোনি!

পাকিস্তানের অধিনায়ক এমএস ধোনি!

খােলাবাজার২৪, রবিবার ২৯ নভেম্বর ২০২০: পাকিস্তানের অধিনায়ক হিসেবে ওয়াকার ইউনুছ, ওয়াসিম আকরাম, ইনজামামুল হকের নাম কে না জানে! তবে বর্তমান অধিনায়কের নাম কি জানেন? না জেনে থাকলে আপনি যদি সবজান্তা গুগলে সার্চ করে দেখেন, তাহলে যে নাম আপনি পাবেন, তা দেখে রীতিমত চমকে যাবেন। কারণ, পাকিস্তানের অধিনায়কের হিসেবে গুগল বলছে- মহেন্দ্র সিং ধোনির নাম!

রোববার (২৯ নভেম্বর) সকালে এমনই এক অদ্ভুত কাণ্ড ঘটালো গুগল। পাকিস্তান অধিনায়কের নাম জানতে চাইলেই ভেসে উঠছে ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়কের নাম। তবে কেন এমন কাণ্ড, তা নিয়ে এখনও অবশ্য গুগলের তরফে কিছু জানানো হয়নি।

এর আগেও বহুবার এমন একাধিক কাণ্ড ঘটেছে গুগলে। ভারতের ‘মোস্ট ওয়ান্টেড’-এর তালিকায় দেখা গিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম। আফগান তারকা রশিদ খানের স্ত্রীর নাম জানতে চাইলে গুগল জানিয়েছে কোহলির স্ত্রী আনুস্কার নাম। আর এবার বদলে গেল পাকিস্তান অধিনায়কের নাম। এ হেন কাণ্ডে রীতিমত বিস্মিত নেট জগতের বাসিন্দারা।

Print Friendly, PDF & Email

About kholabazar 7x24