Wed. Apr 9th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

কী এই মেছতা?
এটি একটি বাদামি রঙের দাগ। সাধারণত গালে, নাকের ওপরে, কপালে ও শরীরের বিভিন্ন স্থানে দেখা যায়।

বিভিন্ন কারণে হতে পারে মেছতা
সূর্য রশ্মি, চুলার কাছে দীর্ঘ সময় ধরে কাজ করলে কিছু হরমোন, যেমন প্রেগন্যান্সিতে হরমোন রিপ্লেসম্যান্ট থেরাপি, জন্ম বিরতিকরণ পিল গ্রহণের কারণেও এটা হতে পারে।  রং ফর্সা হওয়ার জন্য বাজারে বিভিন্ন ধরনের মেডিসিন পাওয়া যায়। এগুলোতে ক্ষতিকারক বিভিন্ন রাসায়নিক থাকে যা মেছতা হওয়ার বড় কারণ।
(১) মেছতার চিকিৎসায়-এ কার্যকরী কিছু মেডিসিনের মধ্যে একটি হচ্ছে Hydrogeinane। তাছাড়া আরও অনেক ক্রিম আছে যেগুলো একজন চিকিৎসক রোগীর অবস্থা বুঝেই তাকে দিতে পারবেন।
(২) সানব্লক অনেক গুরুত্বপূর্ণ এ ধরনের রোগীদের জন্য।
(৩) আধুনিক চিকিৎসাব্যবস্থায় অনেক কিছুই আছে যা আমরা মেছতার জন্য ব্যবহার করে যাচ্ছি এবং খুব ভালো ফলাফলও পাচ্ছি। তার অন্যতম কিছু প্রক্রিয়ার মধ্যে আছে Chemical Peeling; PRP; Microneedling, mesotherapy, Dermal infusion। এই চিকিৎসাগুলো আসলে একজন অভিজ্ঞ Aesthatic Dermatologist ই করতে পারেন। 

লেখক: সহকারী অধ্যাপক (ডার্মাটোলজি ও ভেনেরিওলজি), নর্দার্ন ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ এবং কনসাল্ট ডার্মাটোলজিস্ট, ইডব্লিউ ভিলা মেডিকা বাংলাদেশ ।