খােলাবাজার২৪, বৃহস্পতিবার, ১০ডিসেম্বর ২০২০: ডায়মন্ড ওয়ার্ল্ড কর্তৃপক্ষের কোন রকম অনুমতি ব্যতিত ই-ভ্যালির ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ডায়মন্ড ওয়ার্ল্ড এর লোগো, নাম ও জুয়েলারী হুবহু নকল করে প্রচার ও বিক্রির অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে ই-ভ্যালির বিরুদ্ধে ̧ গুলশান থানায় গত ৮ ডিসেম্বর ২০২০ খিধস্টাব্দে মামলা দায়ের করেছে জুয়েলারী জগতের স্বনামধন্য প্রতিষ্ঠান ডায়মন্ড ওয়ার্ল্ড।
উল্লেখ্য বর্তমানে ডায়মন্ড ওয়ার্ল্ডের শোরুম এবং নিজস্ব ওয়েবসাইট বেতিত অন্য কোনো প্রতিষ্ঠানের সাথে কোন ধরনের প্রোডাক্ট সেলের চুক্তি নেই। অর্থাৎ ডায়মন্ড ওয়ার্ল্ড তার নিজেস্ব চ্যানেলে গহনা বিক্রি করে। সাম্প্রতিক সময়ে কিছু প্রতারক প্রতিষ্ঠান ডায়মন্ড ওয়ার্ল্ডের নাম, লোগো ও প্রোডাক্ট ব্বহার করে প্রচারণা চালাচ্ছে। এতে গ্রাহকরা প্রতারিত হচ্ছেন। ডায়মন্ড ওয়ার্ল্ডের হলমার্ক যুক্ত সঠিক পন্য কিনতে তাদের নিজস্ব ই-কর্মাস সাইট (www.diamondworldltd.com) ও ফেসবুক পেজের (Diamond World Ltd) মাধ্যম বা সরাসরি শোরুম ̧লোতে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
উল্লেখিত ঠিকানা ব্যতিত অন্য কোন মাধ্যম থেকে ডায়মন্ড ওয়ার্ল্ডের গহনা ক্রয় না করার জন্য কাস্টমারগণকে অনুরোধ করা হলো। একই সাথে যদি কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান ডায়মন্ড ওয়ার্ল্ডের গহনা বিক্রি বা বিক্রির উদ্দেশ্ব্য প্রচার করে তা ডায়মন্ড ওয়ার্ল্ড কর্তৃপক্ষকে অবহিত করার জন্য অনুরোধ করা হলো।