বুধ. মে ১, ২০২৪
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার২৪, রবিবার, ২৭ডিসেম্বর ২০২০: সম্প্রতি অগ্রণী ব্যাংকের ফ্ল্যাগশীপ রেমিট্যান্স কোম্পানী অগ্রণী এক্সচেঞ্জ হাউজ প্রাইভেট লিমিটেড, সিংগাপুর, স্থানীয় ফিনটেক কোম্পানী “ফ্লেক্সএম”এর সহায়তায় চালুকরা “মোবাইল রেমিট্যান্স এ্যাপ” সিংগাপুর এর কেন্দ্রীয় ব্যাংক মনিটারী অথরিটি অব সিংগাপুর (এমএএস) কর্তৃক আয়োজিত “২০২০ ফিনটেক ফেস্টিভাল” এ ফিনটেকএওয়ার্ড (ঋরহঃবপয অধিৎফ) এরজন্য ৫৫টি দেশের ৩২৬টি উদ্ভাবন/সল্যুশন এর মধ্যে এশিয়ান ফিনটেক বিভাগে ৩য় স্থান অধিকার করে। উল্লেখ্য অগ্রণী এক্সচেঞ্জ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০০তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে ১৭ মার্চ ২০২০ এ রেমিট্যান্স এ্যাপটি প্রচলন করে যারফলে করোনাভাইরাস মহামারীর মধ্যে সিংগাপুরস্থ প্রবাসী বাংলাদেশীরা ঘরেবসে কিংবা আইসোলেশনে থেকে মোবাইলের মাধ্যমে তাদেও কষ্ট অর্জিত বৈদেশিক মুদ্রা স্বাচ্ছন্দে রেমিট্যান্স পাঠাতে পেরেছে যা সিংগাপুরে প্রশংসিত হয়েছে। অগ্রণী ব্যাংক রেমিট্যান্স আহরনে দীর্ঘদিনধরে সরকারী ব্যাংকের মধ্যে প্রথম স্থান অধিকার করছে।