Mon. Apr 7th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার২৪,বৃহস্পতিবার, ৩১ডিসেম্বর ২০২০: আজ (৩১.১২.২০২০ খ্রি:) স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের আওতাধীন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সম্মেলন কক্ষে আইইএমই উনিটের উদ্যোগে ‘পরিবারকল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ পর্যালোচনা সভা ও পুরস্কার বিতরণী’ শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের সচিব মো: আলী নূর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক সাহান আরা বানু, এনডিসি। আইইএম ও লাইন ডাইরেক্টর (আইইসি) উনিটের পরিচালক ড. আশরাফুন্নেছা, সম্মানীত অতিথিবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন একই বিভাগের অতিরিক্ত সচিব, অধিদপ্তরের বিভিন্ন ইউনিটের পরিচালক, সকল বিভাগের বিভাগীয় পরিচালক, বিশেষায়িত প্রতিষ্ঠানের পরিচালক, অধিদপ্তরের কর্মকর্তা, ইউএনএফপিএ’র প্রতিনিধি এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ।
এছাড়াও অনুষ্ঠানে স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগ এবং এর আওতাধীন সকল দপ্তর/সংস্থার অন্যান্য কর্মকর্তাবৃন্দ ভার্চুয়ালী সংযুক্ত ছিলেন।উল্লেখ্য, দেশে বিদ্যমান কোভিড-১৯ করোনাভাইরাস মহামারী পরিস্থিতিতে নারী ও কিশোরীদের নিরাপদ প্রজনন স্বাস্থ্য সেবা নিশ্চিত করার প্রত্যয় নিয়ে সারাদেশে ৬-৮ ডিসেম্বর ৩ দিনব্যাপী পালিত হয়েছে পরিবারকল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ-২০২০। এবারের সেবা ও প্রচার সপ্তাহের প্রতি পাদ্য ছিল- “করোনাকালে অনাকাক্সিক্ষত গর্ভধারণ রোধকরি, স্বাস্থ্য বিধি মেনে পরিবার পরিকল্পনা সেবা গ্রহণ করি”।সেবা ও প্রচার সপ্তাহে শ্রেষ্ঠ পারফমেন্সের জন্য ৮ বিভাগে ১ম স্থান অধিকারী ৮টি জেলা, শ্রেষ্ঠ বিশেষায়িত প্রতিষ্ঠান ১টি এবং জাতীয়ভাবে শ্রেষ্ঠ ৩টি জেলাকে সম্মাননা প্রদান করা হয়।৮টি বিভাগে সেবা ও প্রচার সপ্তাহে প্রথম স্থান অধিকারী শ্রেষ্ঠ জেলা হচ্ছে (১) রংপুর বিভাগের দিনাজপুর, (২) রাজশাহী বিভাগের বগুড়া, (৩) খুলনা বিভাগের বাগেরহাট, (৪) বরিশাল বিভাগের বরগুনা, (৫) ঢাকা বিভাগের মাদারীপুর, (৬) চট্টগ্রাম বিভাগের বান্দরবান, (৭) সিলেট বিভাগের সুনামগঞ্জ এবং (৮) ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলা।৪টি বিশেষায়িত হাসপাতালে সেবা ও প্রচার সপ্তাহের প্রাপ্ত প্রতিবেদন সমূহের সূচকের তথ্যাদি পর্যালোচনা করে মোহাম্মদপুর ফার্টিলিটি সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টার, মোহাম্মদপুর, ঢাকাকে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন করা হয়।জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জেলা হিসেবে নির্বাচিত হয়- বান্দরবান-১ম, মাদারীপুর-২য় ও বাগেরহাট-৩য় স্থান।প্রধান অতিথি, সভাপতি এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ স্ব স্ব বক্তব্যে বিজয়ীদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতে আরও আন্তরিকতার সাথে কাজ করে যাওয়ার উদাত্ত আহ্বান জানান। প্রধান অতিথি ‘মুজিববর্ষে’আরও বেশি উদ্ভাবণী মূলক কাজ করে একে সাফল্যমন্ডিত করতে সকলকে অনুরোধ জানান এবং মহামারী কোভিড-১৯ এর উপর পরিবার পরিকল্পনা অধিদপ্তর কর্তৃক নির্মিত TVC বেশি বেশি করে প্রচারের ব্যবস্থা করার অনুরোধ জানান।