খােলাবাজার২৪, মঙ্গলবার , ০৫ জানুয়ারী ২০২১ঃ আধুনিক প্রযুক্তি নির্ভর ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয়ে বগুড়ার আদমদিঘীতে যমুনা ব্যাংক লিমিটেড এর বগুড়া শাখার অধীনে সান্তাহার উপশাখা’র শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে উপশাখা’র উদ্বোধন করেন যমুনা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও বর্তমান পরিচালক মোঃ বেলাল হোসেন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক লিমিটেড-এর রিটেইল ব্যাংকিং ডিভিশনের প্রধান কর্মকর্তা মোঃ মঞ্জুরুল আহসান শাহ্। এছাড়া আরও উপস্থিত ছিলেন প্রধান কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তা, আশপাশের শাখাসমূহের প্রধানগণ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক গ্রাহক।