Wed. Apr 9th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার২৪, শনিবার, ০৯ জানুয়ারী ২০২১ঃ দেশিয় ই-কমার্স মার্কেটপ্লেস ইভ্যালি ডট কম লিমিটেড-এর সাথে যুক্ত হলো দেশের অন্যতম ডিজিটাল সেবা প্রদানকারী প্রতিষ্ঠান রবি। এর মাধ্যমে রবির অ্যান্ড্রয়েড স্মার্ট ডিভাইস বিনজ কিনতে পারবেন ইভ্যালির গ্রাহকেরা।

সম্প্রতি রাজধানীর গুলশানে রবির প্রধান কার্যলয়ে প্রতিষ্ঠান দুটির মধ্যে এ বিষয়ে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন এবং রবি’র চিফ কমার্শিয়াল অফিসার (সিসিও) শিহাব আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

এ সময় রবি’র চিফ কমার্শিয়াল অফিসার (সিসিও) শিহাব আহমেদ বলেন, ‘সময়ের সাথে তাল মিলিয়ে গ্রাহকদের ডিজিটাল জীবনধারার চাহিদা মেটাতে বদ্ধ পরিকর রবি। সেই লক্ষ্যেই রবি এনেছে ডিজিটাল এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম বিনজ যা ইতোমধ্যে দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে। ইভ্যালির সাথে এই চুক্তির ফলে গ্রাহকদের কাছে আরো সহজে বিনজ ডিভাইস পৌঁছে দেয়ার সুযোগ পেয়ে আমরা আনন্দিত।’

ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল রবি কর্তৃপক্ষের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘মানুষের কেনাকাটার অভ্যাসের সাথে সাথে বিনোদন উপভোগের অন্যতম মাধ্যম টিভি দেখার অভিজ্ঞতাও পালটে গিয়েছে। এখন মানুষ যেমন অনলাইনে কেনাকাটা করতে চায় তেমনি টিভি দেখার ক্ষেত্রে সর্বাধুনিক প্রযুক্তির স্বাদ নিতে চায়। রবি দর্শকদের সেই সুযোগটি করে দিচ্ছে। আর আমরা ইভ্যালির গ্রাহকদের কাছে বিনজ পৌঁছে দেব। আশা করছি টিভি দেখার ডিজিটালাইজেশনে আমরা উভয়েই অবদান রাখতে পারব।’

উক্ত অনুষ্ঠানে ইভ্যালির নির্বাহী পরিচালক এহসান সরোয়ার চৌধুরী ও আরিফুল্লাহ খান, ঊর্ধ্বতন ব্যবস্থাপক অমিতাভ চক্রবর্তী এবং রবি’র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আহমেদ আরমান সিদ্দিকী; বিনজ’র জেনারেল ম্যানেজার সালাহ উদ্দিন ও এ ম শাখাওয়াত হোসাইনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, বিনজ স্মার্ট ডিভাইসে একজন গ্রাহক তার টিভিতে ১৫০টিরও বেশি লাইভ টিভি চ্যানেল উপভোগ করতে পারবেন। এছাড়া এতে তিন হাজারের বেশি এক্সক্লুসিভ টিভি সিরিজ, চলচ্চিত্র এবং অন্যান্য বিনোদনমূলক কনটেন্ট রয়েছে।