খােলাবাজার২৪,শনিবার, ১৬ জানুয়ারি ২০২১ঃ বিগত বছরে অর্জিত সাফল্য এবং চলতি বছরের কর্ম-পরিকল্পনা প্রনয়ণের লক্ষ্যে গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেডের বার্ষিক ব্যবস্থাপক সম্মেলন ১৬ জানুয়ারী ২০২১তারিখে ভার্চুয়াল মাধ্যমে ব্যাংকটির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
উক্ত সম্মেলনে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত। অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ গোলাম সারওয়ার ও কাজী মশিউর রহমান জেহাদ, উপ- ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামসুল ইসলাম ও আতাউস সামাদ ও প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।