Sunday , February 28 2021
ব্রেকিং নিউজ :

Home / বিনোদন / শত তরুণের বুকে ঝড় তোলেন ৪০ পেরোনো অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি!

শত তরুণের বুকে ঝড় তোলেন ৪০ পেরোনো অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি!

খােলাবাজার২৪, শুক্রবার ২৯ জানুয়ারি ২০২১ঃ এখনো শত তরুণের বুকে ঝড় তোলেন ৪০ পেরোনো অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। এই ঝড় যেমন সিনেমার পর্দায় তেমনিই অন্তর্জালে। সম্প্রতি নিজের মেয়ে অন্বেষার ২১তম জন্মদিনের ঘরোয়া পার্টিতে নেচে ছিলেন দারুণ অভিনয়ের পাশাপাশি সাহসী চরিত্রে অভিনয়ের জন্য প্রায়ই আলোচনায় থাকা স্বস্তিকা। সেই নাচের ভিডিও ভাইরাল হয়েছে অন্তর্জালে।

কলকাতার গণমাধ্যমগুলোর খবর, গেল মঙ্গলবার নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন মেয়ের জন্মদিনের পার্টিতে ‘টিপ টিপ বরসা পানি’ গানে নাচের দৃশ্য। এরপর আলোচিত ‘টুম্পা’ গানের তালে নাচের ভিডিও প্রকাশ করেছেন স্বস্তিকা। যা মুহূর্তেই অন্তর্জালে ঝড় তুলেছে।

শুধু কী তাই, ‘টুম্পা’ গানে নেচে টুম্পা নাম যাদের, তাঁদের উৎসর্গ করেই এই ভিডিওটি শেয়ার করেছেন স্বস্তিকা। গত বছর কালী পূজায় ‘টুম্পা’ গান মুক্তি পায়। যা সাড়া ফেলে ইন্টারনেটে।

Print Friendly, PDF & Email

About kholabazar 24