খােলাবাজার২৪, শনিবার ৩০ জানুয়ারি ২০২১ঃ মানুষ মানুষের জন্য, তাই এই বিশ্ব মহামারী করোনাকালীন সময়ে মিরপুরের পশ্চিম শেওড়া পাড়ায় দরিদ্র ও শীতার্তদের মাঝে কম্বল ও মাস্ক বিতরণ করল স্থানীয় যুবসংঘ জটঘ-২৫। ৩০ জানুয়ারি ২০২১ তারিখে মিরপুরের শেওড়া পাড়ায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১৪ নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব হুমায়ুন রশিদ জনি। স্থানীয় যুব সংঘের এধরনের ধারাবাহিক উদ্যোগকে তিনি সাধুবাদ জানান। তিনি এলাকার উন্নয়নে এবং দরিদ্র জনসাধারণের যে কোন সমস্যায় সব সময় পাশে থাকার ঘোষনা দেন। অনুষ্ঠানে জটঘ-২৫ এর সভাপতিও ফার্স্ট সিকিউরিটিইসলামী ব্যাংক লিঃ এর সিনিয়র প্রিন্সিপাল অফিসার মনিরুজ্জামান চৌধুরীসহ সকল সদস্যগণ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, জটঘ-২৫ সব সময় এলাকার বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড এবং সামাজিক কর্মসূচীতে ১৯৯৭ সালে প্রতিষ্ঠার পর থেকে সব সময় এলাকাবাসীর পাশে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।