
খােলাবাজার২৪, শনিবার ৩০ জানুয়ারি ২০২১ঃ এই হনচায় আজও মন চাই
যেন হংস বালিকা আমি নাইতে যাই।।
আমি ফুলকুমারী ছিনু শুধু তোমারি
তব কোলে মেলেছিনু ফুল পাপড়ি
তুমি আমি ছিলাম ফুল শয্যায়।।
মৎস্য কন্যাদের সাথে কেটেছে বেলা
জলের স্রোতে আমরা করেছি খেলা
কেমনে আমি ভুলি সেই দিনগুলি হায়।
°°°°°°°°°°°°
গিতিকারঃ- নজরুল গবেষক মোঃ জেহাদ উদ্দিন
√বেড়তলা। ৩০ জানুয়ারি ২০২১ ইং