খােলাবাজার২৪, রবিবার ৩১ জানুয়ারি ২০২১ঃ যাত্রা শুরু করলো গ্লোবাল ইসলামী ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং সেবা “গোফাস্ট”।সেবাটি উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত। এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ গোলাম সারওয়ার ও কাজী মশিউর রহমান জেহাদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামসুল ইসলাম ও আতাউস সামাদ, প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান, শাখা ব্যবস্থাপক এবং বিভিন্ন উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইন্টারনেট ব্যাংকিং সেবার মাধ্যমে গ্রাহকরা ঘরে বসেবা কাজে, এমনকি চলার পথে থাকলেও একাউন্টে লগ ইন করে ব্যাংকিং করতে পারবে নিজের সুবিধামতো। সুবিধা গুলো হলএকাউন্টের কার্যক্রম মনিটর করা, একাউন্ট স্টেটমেন্ট দেখা ও প্রিন্ট করা, বাংলাদেশের যে কোনো ব্যাংক একাউন্টে ফান্ড ট্রান্সফার করা এবং বিভিন্ন ধরণের বিল পরিশোধ করাসহ বেশকিছু সুবিধা গ্রহন করতে পারবেন।নিবন্ধন করতে লগ ইন করতে হবে www.globalislamibankbd.com