খােলাবাজার২৪, শনিবার ০৬ ফেব্রুয়ারি ২০২১ঃ যথাযথ স্বাস্থ্য বিধি অনুসরণ করে গত ৩ ফেব্রুয়ারি/ ২০২১ খ্রিস্টাব্দে বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) অতিরিক্ত সাধারণ সভা রাজধানীর একটি কনভেনশন হল এ অনুষ্ঠিত হয়। বাজুসের বিভিন্ন জেলা কমিটির নেতৃবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ও সাধারণ জুয়েলার্সদের অংশ গ্রহণে সভাটি মূলত মিলন মেলায় পরিনত হয়। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে জুয়েলার্সরা জুয়েলারী সেক্টরে বিরাজমান সমস্যা, সমাধান ও সম্ভাবনা নিয়ে খোলামেলা মতামত প্রদান করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জনাব এনামুল হক খান এবং বাজুসের মূল কর্মপরিকল্পনা পেশ করেন সাধারণ সম্পাদক জনাব দিলীপ কুমার আগরওয়ালা। স্বর্ণ মূল্যের সাথে ভ্যাট ও মজুরী যোগ করে পুনরায় মূল্য নির্ধারণ, আবাসন প্রকল্প, দেশীয় জুয়েলার্সরা যতদিন পর্যন্ত সক্ষমতা অর্জন না করতে পারে ততদিন পর্যন্ত বিদেশি বিনিয়োগ নিরুৎসাহিত করা এবং ভ্যাট হার হ্রাস ও অসাধু ভ্যাট কর্মকর্তাদের দৌরাত্ম্য বন্ধে মাননীয় প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষনে রুপরেখার নির্ধারণ সহ বেশ কিছু গুরুত্বপূর্ন সিদ্ধান্ত কণ্ঠ ভোট এ পাশ করা হয়।