Sun. Apr 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
খােলাবাজার২৪, শনিবার ০৬ ফেব্রুয়ারি ২০২১ঃ কওমি মাদ্রাসায় ইদানীং জামায়াত-শিবিরের অনুপ্রবেশ ঘটেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরী। তিনি বলেন, অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, দেশের ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান কওমি মাদ্রাসাগুলোতে ইদানীং জামায়াত-শিবির অনুপ্রবেশ করেছে। এর ফলে কওমি মাদ্রাসায় কিছু উগ্র সাম্প্রদায়িক বক্তার আবির্ভাব ঘটেছে। তাদের বক্তব্যে ন্যূনতম শিষ্টাচার থাকে না। তারা মূলত জামায়াত-শিবিরের এজেন্ডা বাস্তবায়নে মাঠে নেমেছে। শনিবার রাজধানীর মুগদায় বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলনে মহাজোটের শরিক দলটির চেয়ারম্যান এসব কথা বলেন।

অনুষ্ঠানে জামায়াতে ইসলামী ও সংগঠনটির প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদীর ব্যাপক সমালোচনা করেন মিছবাহুর রহমান চৌধুরী। এ সময় মতলববাজ জামায়াতের এজেন্ট থেকে কওমি শিক্ষার্থীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।মিছবাহুর রহমান চৌধুরী আরও বলেন, ধর্ম কখনো মানুষকে উচ্ছৃঙ্খলতা বা উগ্রবাদ শেখায় না। ধর্মীয় কোনো বিষয়ে সমস্যা দেখা দিলে ধর্মীয় শিষ্টাচার ও পদ্ধতি অবলম্বন করেই এর সমাধানের দাবি করতে হয়। প্রতিনিধি সম্মেলনে দলটির কেন্দ্রীয় মহাসচিব মুফতি মনিরুজ্জামান রাব্বানীসহ কেন্দ্রীয় কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।