Sun. Apr 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার২৪,রবিবার ০৭ ফেব্রুয়ারি ২০২১ঃ বাগেরহাটের মোংলা উপজেলার দক্ষিণ দিগরাজ বালুর মাঠ এলাকা থেকে ২২ কেজি হরিণের মাংসসহ কামাল শিকদার (৩৯) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।রোববার (০৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে তাকে আটক করা হয়।কামাল ওই এলাকার জামাল শিকদারের ছেলে। মোংলা থানার উপ-পরিদর্শক (এসআই) ইমলাক সরদার বাংলানিউজকে বলেন, হরিণের মাংস বিক্রির জন্য বালুর মাঠ এলাকা এক ব্যক্তি অপেক্ষা করছিলেন— এমন গোপন তথ্যের ভিত্তিতে বিকেলে সেখানে অভিযান চালিয়ে নিজ বাড়ির সামনে থেকে কামালকে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা একটি বস্তা থেকে ২২ কেজি হরিণের মাংস জব্দ করা হয়। এ ব্যাপারে কামালের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।