Thu. Jul 10th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
খােলাবাজার২৪,বুধবার,১০ ফেব্রুয়ারি ২০২১ঃ বার্সেলোনার বিপক্ষে পিএসজির চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ইনজুরির কারণে ছিটকে গেলেন আনহেল দি মারিয়া। লিগ ওয়ানের ম্যাচে মার্সেইয়ের বিপক্ষে ঊরুর চোট পান এই আর্জেন্টাইন।
মঙ্গলবার ফরাসি চ্যাম্পিয়ন দলের কোচ মাউরিসিও পচেত্তিনো জানান, বার্সেলোনার মাঠে তাদের চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলোর প্রথম লেগে দি মারিয়াকে পাচ্ছে না তারা।

সংবাদ সম্মেলনে পচেত্তিনো নিশ্চিত করেন, ১৬ ফেব্রুয়ারি ক্যাম্প ন্যু’র ম্যাচে থাকবেন না দি মারিয়া। ওই খেলায় তার অভাববোধ হলেও দল নিয়ে আশাবাদী আর্জেন্টাইন কোচ, ‘আনহেল আমাদের জন্য গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। কিন্তু আমাদের আছে একটা বড় দল, যেখানে আমাদের ম্যাচ জেতানোর মতো খেলোয়াড়রা আছে। ’

৩২ বছর বয়সী আর্জেন্টাইন মিডফিল্ডার বুধবার কাঁর বিপক্ষে ফরাসি কাপ ও নিসের সঙ্গে শনিবারের লিগ ওয়ানের ম্যাচও খেলতে পারবেন না। বার্সেলোনা থেকে পিএসজি ফেরার পাঁচ দিন পর মোনাকোর বিপক্ষে লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে দেখা যেতে পারে দি মারিয়াকে।