
খােলাবাজার২৪, রবিবার, ২১ ফেব্রুয়ারি ২০২১ঃ
তোমরা গল্প শুনবে,গল্প!
একটি ভাষার গল্প!
সে যে আমার মাতৃভাষা
আমার দেশের গর্ব।
সেদিন –
শপথ নিল দামাল ছেলে
রাষ্ট্রভাষা বাংলা হবে,
লড়বে ওঁরা ভাষার জন্য
যতক্ষণ দেহে প্রাণটা রবে।
এমনি এক শপথ নিয়ে
নামলে ওঁরা রাজপথে,
আসলো পুলিশ, ছুড়ল গুলি
শহীদ হলো ওদের হাতে।
শহীদ হলো রফিক,শফিক
জব্বার, বরকত,সালাম,
ইতিহাসের পাতায় পাতায়
লেখা হলো ওঁদের নাম।
স্মৃতির পাতায় আজো ভাসে
সেই করুণ দৃশ্য!
শ্রদ্ধা জানায় তাই তো ওঁদের
আজকে সারা বিশ্ব!
থাকবে ওঁরা অমর হয়ে
মাতৃভাষার বর্ণমালায়,
থাকবে ওঁরা হৃদয় মাঝে
সবুজ-শ্যামল এই বাংলায়!